দুর্গোৎসবে নিজ গ্রামে বিদ্যা সিনহা মিম

 

পূজা এলেই শত ব্যস্ততা ফেলে নিজ গ্রামে চলে আসেন মিম ।  গ্রাম ছাড়া মিমের পূজাই যেনো অসম্পূর্ণ । তাই নাড়ির টানে মা-বাবাকে সঙ্গে নিয়ে রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামে ছুটে এসেছেন তিনি।

পূজায় কেনো গ্রামে ফিরে আসেন এই বিষয়ে মিম জানান ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন, কাট-মিটিং এসব নিয়েই সারা বছর ব্যস্ত সময় পার করতে হয়। শারদীয় উৎসব শুরু হলে সবকিছু থেকে বিরতি নিয়ে নিজ গ্রামে ছুটে আসি। তবে আমি পেশার প্রতি খুব যত্নশীল। গ্রামকে আমি ভীষণ ভালোবাসি। তাই প্রতি বছর দুর্গোৎসবে ছুটে আসি নিজ গ্রামে। এ সময় আমার অনেক ভক্ত এবং গ্রামের লোকজন আমার সঙ্গে দেখা করতে আসেন। আমি তাদের সঙ্গে কথা বলেও অনেক আনন্দ পাই। আমি চাই বিধাতা সবাইকে ভালো রাখুক।’

মিমের হাতে এখন দুটি সিনেমার কাজ আছে,সবশেষ মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ ও ‘দামাল’- শিরোনামের সিনেমা।

Leave a Reply

Your email address will not be published.