বানভাসি দুইশো মানুষকে খিচুড়ি খাওয়ালেন মনিরা মিঠু

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের উত্তর-পূর্ব অঞ্চল সিলেট ও সুনামগঞ্জের মানুষ । বন্যাদুর্গত লাখো মানুষের পাশে দাড়াচ্ছেন সমাজের বিভিন্ন অঙ্গনের মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও । এবার বানভাসি ২০০ লোকের জন্য খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। নিজের সামর্থ্য অনুযায়ী কাজটি করেছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২২ জুন) দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী জানান, ‘আমি একজন শিল্পী, শিল্পপতি নই। গুটি কয়েকজন দেখি আমার বিভিন্ন পোস্টে কমেন্ট করছেন যে, বন্যার্তদের সাহায্য না করে আমরা শিল্পীরা রংঢং করছি। তারা ব্যক্তি মনিরা মিঠুকে চেনেন না, জানেন না। জানানোর প্রয়োজন বোধ করছিলাম না। কিন্তু এখন তাদের না জানিয়ে পারছি না। সহ্যের বাইরে চলে গেছে।’

তিনি লেখেন, ‘আমি বন্যার্তদের সাহায্য করেছি আমার সামর্থ্য অনুযায়ী। একটা খাসি কিনে চাল, ডাল দিয়ে খিচুড়ি রেঁধে যেন অন্তত ২০০ লোক খেতে পারে সেই ব্যবস্থা করেছি বিশ্বস্ত লোকের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ!’

মনিরা মিঠু আরও জানান, ‘আমি এই মাসে বন্যার্ত ছাড়াও ভয়ংকর বিপদগ্রস্ত হাসপাতালে আমার কলিগকেও সাহায্য করেছি আমার সামর্থ্যর বাইরে গিয়ে, আলহামদুলিল্লাহ। সব প্রশংসা আল্লাহর নামে। রিজিকের মালিক আল্লাহ!’

Leave a Reply

Your email address will not be published.