ভারতের পাঁচ শতাধিক সিনেমা হলে মুক্তি পেল ‘মুজিব’

বাংলাদেশে সাড়া ফেলার পর ২৭ অক্টোবর ভারতের ৫০৩ সিনেমা হলে মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’।

এর আগে বাংলাদেশের যৌথ প্রযোজনার আর কোনো সিনেমা ভারতের এতো সংখ্যক প্রেক্ষাগৃহে একদিনে মুক্তি পায়নি।

বিশ্বব্যাপী সিনেমাটি পরিবেশনের দায়িত্বে রয়েছে প্যানোরমা স্টুডিওস ইন্টারন্যাশনাল। ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, ২৭ অক্টোবর সিনেমাটি ভারতের বাছাই করা শহরগুলোর বিভিন্ন মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও পরের সপ্তাহে ভারতজুড়ে ব্যাপক আকারে মুক্তি দেওয়া হবে। সে অনুযায়ী মুম্বাইয়ে ১০৩, কলকাতায় ১০০, নয়াদিল্লির ৭৫ প্রেক্ষাগৃহসহ ভারতের আরও বেশকিছু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‍‍‘মুজিব’।

ভারতের প্রেক্ষাগৃহে ‘মুজিব’ সিনেমা মুক্তি প্রসঙ্গে বিএফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া সংবাদমাধ্যমকে বলেন, ভারতের ১২ প্রদেশের ৫০৩টি হলে দেখা যাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি।

গত ১৩ অক্টোবর দেশের ১৫৩টি সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি। তবে মুক্তির এক সপ্তাহ না যেতেই প্রেক্ষাগৃহের সংখ্যা দাঁড়ায় ১৬১। বর্তমানে দেশের ১৬৪টি হলে চলছে মুজিব বায়োপিক। যা দেশের প্রেক্ষাগৃহে যেকোনো সিনেমার জন্য রেকর্ড।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনেতা আরিফিন শুভ ছাড়াও ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

Leave a Reply

Your email address will not be published.