মুক্তি পেয়েছে কিশোর গ্যাং নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম

শুধু ঢাকা না,মফস্বলেও কিশোর গ্যাংয়ের প্রভাব দিনদিন বেড়ে চলছে । ছোটোখাটো অপরাধ থেকে শুরু করে খুন পর্যন্ত করতেও এরা দ্বিধাবোধ করেনা । এবার এই কিশোর গ্যাংদের নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম । কয়েকজন কিশোর এবং কৈশোরোত্তীর্ণ তরুণের বখে যাওয়া, গ্যাং কালচারে মিশে যাওয়ার কারণে তার পরিবার এবং পারিপাশ্বিক জায়গাগুলোতে যে পরিবর্তন আর বেদনার গল্প তৈরি হয় সেসব নিয়েই মূলত এই ওয়েবফিল্মের গল্প।

এর পরিচালনায় আছে ইশতিয়াক আহমেদ । এতে অভিনয় করেছেন কারার মাহমুদ, রুকাইয়া জাহান চমক, সাব্বির অর্নব সহ আরো অনেকে ।

‘কিশোর গ্যাং’ নিয়ে এর প্রযোজক সজল বিশ্বাস বলেন, ‘দেশের যে কোনও ভালো কিছু আমাকে আনন্দ দেয়, বেদনাও সমানভাবে স্পর্শ করে যায়। সাম্প্রতিক সময় কিশোর গ্যাংয়ের ভয়াবহতা তেমনই একটি। তাই আমি বাণিজ্যিক ভাবনার বাইরে গিয়ে একটা কিছু করতে চেয়েছি। একজনও যদি এই গল্প দেখে উপকৃত হয়, সচেতন হয় সেটাই আমাদের পাওয়া হবে।’

আজ(৩ জানুয়ারি) বিকেল ৩টায় রিলিজ হয়েছে ড্রিম ক্যান্টিনের ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published.