‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে হল মালিকগণ কতোটুকু সন্তুষ্ট

২০২১ সালে ঢালিউডের সবচেয়ে আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ । বিদেশ কাপিয়ে ১২ নভেম্বর বাংলাদেশের বেশকিছু প্রেক্ষাগৃহেও মুক্তি পায় সিনেমাটি । ইতিবাচক সাড়া পেয়ে কেমন ব্যবসা করছে ‘রেহানা মরিয়ম নূর’ তা অনেকের মনেই প্রশ্ন ।

এই প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘রেহানা মরিয়ম নূর সিনেমাটি প্রথম দুই সপ্তাহ ভালো চলেছে। তারপর স্লো হয়ে গেছে। তবে করোনার পর অন্য যেসব বাংলা সিনেমা আমাদের এখানে মুক্তি পেয়েছে, সেগুলোর চেয়ে রেহানা মরিয়ম নূর –এর ব্যবসা ভালো ছিল।’

‘রেহানা মরিয়ম নূর’ এর ব্যবসা নিয়ে সন্তুষ্ট নন শ্যামলী সিনেমা হল মালিক । প্রেক্ষাগৃহটির ম্যানেজার আহসানুল হাসান জানান ‘‘আমাদের এখানে সিনেমাটি ভালো ব্যবসা করেনি।’

তবে নারায়ণগঞ্জে ৩৫ আসনের প্রেক্ষাগৃহ সিনেমাস্কোপের পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, সিলভার স্ক্রিনের ম্যানেজার মঈন,সুগন্ধা সিনেমা হলের ম্যানেজিং ডিরেক্টর শাহাদৎ হোসেন,বগুড়ার মধুবন সিনেমা হলের ডিরেক্টর এস এম ইউনুস রোহান সহ আরো বেশ কিছু সিনেমা হল থেকে ‘রেহানা মরিয়ম নূর’ এর ব্যবসা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ।

উল্লেখ্য যে, ৩০ ডিসেম্বর থেকে রেহানা মরিয়ম নূর দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

Leave a Reply

Your email address will not be published.