শেষ চেষ্টায় মরণ কামড় দিবেন ইলিয়াস কাঞ্চন

আসন্ন নির্বাচনকে ঘিরে চলছে নানা মিটিং, মিছিল ও বাদ্য বাজনার আয়োজন। এবার ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ প্যানেল থেকে শিল্পীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনের প্রচারণা করছেন যার যার মত করে ।

নির্বাচককে ঘিরে এক সভায় দীর্ঘ বক্তব্য রাখেন ইলিয়াস কাঞ্চন, তিনি জানান ‘যাদের সঙ্গে আমি অনেক হিট সিনেমা করেছি তারা কিন্তু কেউই আর নেই। কন্টিনিউ করতে পারনেনি। আমি নিজেও প্রযোজনা করেছি। হিট সিনেমাও দিয়েছি। আমিও কিন্তু প্রযোজক হিসেবে আর কাজ করার সাহস পাচ্ছি না। কারণ সিনেমার অবস্থা। পরিচালক হিসেবেও কাজ করেছি। এখন আর সেই সাহসও পাই না। ভাবি যে কার টাকাটা এনে নষ্ট করবো! হয়তো আমি অনুরোধ করলে অনেকে টাকা লগ্নি করবেন। কিন্তু তাতে লাভ কি। দর্শক তো দেখবে না বা দেখতে পারবে না। সিনেমা অনেক কারণেই নষ্ট হয়েছে। এর প্রথম কারণ ছিল পাইরেসি। এরপর আসে অশ্লীলতা, কাটপিসের যুগ। এরপর শুরু হয় অভিভাবকহীন, নেতৃত্বহীন ইন্ডাস্ট্রির পথচলা। কষ্ট হয় এসব দেখে। ভেবেছিলাম এদিকে আর ফিরবো না। কিন্তু সিনিয়র, জুনিয়র সবাই মিলে ধরলেন যে আপনি আসুন। আপনাকে দরকার। আমি এলাম। চেষ্টা করে দেখি। এবারের চেষ্টা হবে মরণ কামড় দেয়ার মতো।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বদিউল আলম খোকন, ডি এ তায়েব, গাঙ্গুয়া, শাহনূর ও হল মালিকরা। সবাই সিনেমার উন্নয়নের স্বার্থে নানা বিষয়ে আলোকপাত করেন

Leave a Reply

Your email address will not be published.