সনু সুদের বিরুদ্ধে কর ফাকির অভিযোগ

 

প্রায় বিশ কোটি টাকার কর ফাকির অভিযোগ দায়ের করা হয়েছে সনুর বিরুদ্ধে । সোনু সুদের বাড়ি ও অফিসে আয়কর অফিসারদের হানা হয়েছিল আচমকাই বুধবারে। তারপরেই জানানো হয় ২০ কোটি টাকার আয়কর ফাঁকি দিয়েছেন তিনি ও তাঁর সহকর্মীরা। প্রায় তিনদিন ধরে সোনু সুদের অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা। আয়কর দফতরের দাবি, সোনু সুদের এনজিও-র তরফে বিদেশে থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান হিসাবে তোলা হয়েছে বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে, যা সরাসরি যা ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের সরাসরি লঙ্ঘন।

এ বিষয়ে সনু টুইটারের এক বার্তায় জানিয়েছেন ‘তোমার দিকের গল্প সব সময় ফলাও করে বলার প্রয়োজন পড়ে না। কারণ সময় সেটা করে দেয়। আমি আমার সমস্ত শক্তি আর হৃদয় দিয়ে গোটা ভারতের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার ফাউন্ডেশনের সমস্ত অর্থ কোনও আর্তের সাহায্যের জন্য খরচ হয়েছে। অনেক ব্র্যান্ডকে আমি অনুরোধ করেছি আমার এনডর্সমেন্ট ফি যেন সোজাসুজি পাঠিয়ে দেওয়া হয় আমার ফাউন্ডেশনে। কারণ একটাই উদ্দেশ্য, সাহায্যের হাত যেন বন্ধ না হয়।’

Leave a Reply

Your email address will not be published.