সিনেমা সংশ্লিষ্ট কর্মীদের শ্রদ্ধা জানালেন শাকিব খান

মে দিবস উপলক্ষে সিনেমা সংশ্লিষ্ট শ্রমিকদের নিয়ে নিজের ফেসবুক একাউন্ট থেকে পোস্ট দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ।

শাকিব লেখেন, ‘দিন-রাত শুটিংয়ের সেবা দিয়ে থাকে কিছু মানুষ। পর্দার আড়ালে থেকে প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পীসহ সবার বসার চেয়ার এগিয়ে দেওয়া থেকে লাইট, সেট নির্মাণসহ খাবার পরিবেশন; সব কাজে তাদের অক্লান্ত শ্রম মিশে থাকে। একটি ভালো চলচ্চিত্র নির্মাণে তাদের অক্লান্ত শ্রম অস্বীকার করা উপায় নেই। আন্তর্জাতিক শ্রমিক দিবসে এসব শুটিংকর্মীসহ পৃথিবীর সকল শ্রেণী পেশার কর্মজীবী মানুষের জন্য জানাই শ্রদ্ধা।’

গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন শাকিব খান। সেখানকার নাগরিকত্বের আবেদনও করেছেন। শিগগিরই গ্রিন কার্ড পেয়ে যাবেন বলে শোনা যাচ্ছে। ঈদ উপলক্ষে দেশে ফেরার কথা ছিল শাকিবের। কিন্তু গ্রিন কার্ডের জন্য আরোপিত শর্তের কারণে যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে তাকে।

এদিকে দেশে ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে শাকিবের নতুন দুটি সিনেমা। এগুলো হলো ‘বিদ্রোহী’ ও ‘গলুই’। এর মধ্যে শতাধিক প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বিদ্রোহী’; অন্যটির হলসংখ্যা ৩০টির মতো।

Leave a Reply

Your email address will not be published.