হলে গিয়ে ‘মুজিব’ দেখলেন বিদেশি রাষ্ট্রদূতরা

গত ১৩ অক্টোবর সারা দেশে মুক্তি পায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব- একটি জাতির রূপকার’।

দেশের ১৬৪টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। ভারত-বাংলাদেশ যৌথ প্রয়োজনায় নির্মিত এ সিনেমা ব্যাপক সাড়া ফেলেছে। ২ ঘণ্টা ৫৮ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমাটি সব শ্রেণির মানুষ প্রশংসা করেছেন। এবার ‘মুজিব’ দেখলেন বিদেশি রাষ্ট্রদূতরা।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীর একটি সিনেপ্লেক্সে দর্শকরা বঙ্গবন্ধুর জীবন সংগ্রামের চিত্রায়ন দেখেন মুগ্ধতা নিয়ে। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ, শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া অভিনয় করেছেন।

এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী। সিনেমাটি বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় নির্মাণ করা হয়েছে।