হাফ সেঞ্চুরির পথে মৌসুমী

তুমুল জনপ্রিয় এ প্রিয়দর্শিনীর আজ জন্মদিন। পা দিয়েছেন উনপঞ্চাশে। এক বছর পরই তার বয়সের সংখ্যা দাঁড়াবে ‘হাফ সেঞ্চুরি’তে। তবে মৌসুমীকে দেখে যে কেউ বলবেন তেইশ-চব্বিশের নায়িকা। জন্মদিন প্রসঙ্গে জানতে চাইলে মৌসুমী বলেন, ‘জন্মদিন এলে মানুষের ভালোবাসার প্রকাশটা বেশিই ঘটে। প্রিয় মানুষগুলো শুভেচ্ছা জানায়। খুদেবার্তা পাঠায়। এতে খুব ভালো লাগে। আমার এ ভালোলাগা আর মানুষের ভালোবাসা দিয়েই এক জীবন পার করতে চাই।’

জন্মদিন এলে আসলে কার কথা বেশি মনে পড়ে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘জন্মদিন এলে আমার বাবাকে খুব মিস করি। বাবা মনে রাখতেন আমার জন্মদিনের কথা। ভিন্ন রকম আয়োজনও করতেন তিনি। এখন ঘরে নতুন সদস্য আমার পুত্রবধূ আছে। সবাই মিলে সুন্দর আয়োজন করে ভালোও লাগে খুব। তবে বাবার কথা খুব মনে পড়ে।’

এবারের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন থাকছে না বলে জানিয়েছেন এ নায়িকা। ঘরোয়াভাবে দিনটি কাটাবেন। তবে দুপুরে ধানমন্ডিতে একটি বিজ্ঞাপনের ফটোশুটে অংশ নেবেন। এদিকে তার ফ্যানক্লাবের সদস্যরা ভিন্ন রকম আয়োজন করবে বলেও জানা গেছে। দুই যুগের বেশি সময় ধরে সিনেমায় অভিনয় করছেন মৌসুমী। অভিনয়ের পাশাপাশি দুটি সিনেমা ও একটি টেলিফিল্মও পরিচালনা করেছেন। এগুলো হচ্ছে-‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, ‘মেহের নিগার’ ও ‘শূন্য হৃদয়ে’। কয়েকটি সিনেমা প্রযোজনাও করেছেন। বর্তমানে তার অভিনীত ‘দেশান্তর’, ‘সোনার চর’ ও ‘ভাঙ্গন’ নামে তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কয়েকটি সিনেমায় তার কাজ করার কথাও রয়েছে বলে তিনি জানান।