হিন্দি ছবির ঝড়ের মধ্যেও ১৯ হলে ‘সুজন মাঝি’

ফেরদৌস ও নিপুণ অভিনীত ‘সুজন মাঝি’ মুক্তি পেয়েছে শুক্রবার (৮ সেপ্টেম্বর)। দেশের সিনেমা হলগুলোতে যখন ভারতীয় ছবি ‘জাওয়ান’-এর ঝড় চলছে তার ভিতরে ছবিটি চলছে ১৯টি হলে।

গ্রামীণ আবহে নির্মিত এই সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে গ্রামীণ সৌন্দর্য। সিনেমার গল্প প্রসঙ্গে নিপুণ আক্তার সংবাদমাধ্যমকে বলেন, ‘এই গল্প নৌকার কথা বলবে, বলবে গ্রামের কথা। আমার, আপনার জীবনের কথা বলবে। নতুন প্রজন্ম এই সিনেমা দেখে জানতে পারবে আমাদের দেশটা কেমন।’

একই সুরে কথা বললেন সিনেমার নির্মাতা দেলোয়ার হোসেন ঝন্টু। তিনি বলেন, ‘আমাদের দেশটা পুরোটাই গ্রাম। আর এটা একটা গ্রামের গল্প। আমি মনে করি গ্রামের সিনেমাই দর্শক বেশি দেখে।’

‘সুজন মাঝি’ ঝন্টুর নির্মিত ৮১ তম সিনেমা। এতে ফেরদৌস-নিপুণ ছাড়া আরও অভিনয় করেছেন রাতুল, তিথি, গাঙ্গুয়া প্রমুখ।

যে সকল সিনেমা হলে ‘সুজন মাঝি’ চলছে: আজাদ (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), মমতা (মাধবদী), মোহন (হবিগঞ্জ), পূর্ণিমা (কোম্পানিগঞ্জ), ছন্দা (হাসনাবাদ), রূপসী (ভোলা), অন্তরা (মেলান্দহ), বিলাস (সাভার), ক্লিওপেট্রা (ধুনট), শাপলা (শ্রীপুর), মল্লিকা ( উল্লাপাড়া), তাজ (নওগাঁ), মল্লিকা (জয়পুরহাট), মিলন (মাদারীপুর), পূরবী (ময়মনসিংহ), বনলতা (ফরিদপুর), সোহাগ (ঘোড়াশাল), রাজ্য সিনেপ্লেক্স (টাঙ্গাইল)।

Leave a Reply

Your email address will not be published.