নায়ক রুবেলের মৃত্যুর গুজব, ক্ষুব্ধ হয়ে যা বললেন সোহেল রানা

সম্প্রতি আবারও জনপ্রিয় চিত্রনায়ক রুবেলকে ঘিরে মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে ফেসবুকে একাধিক ভুয়া আইডি থেকে এই মিথ্যা তথ্য প্রচার করা হয়। বিষয়টি নজরে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রুবেলের বড় ভাই, বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা।

একটি ফেসবুক পোস্টে দুই ভাইয়ের একটি স্থিরচিত্র শেয়ার করে সোহেল রানা লেখেন, “আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছেন। বারবার মিথ্যা প্রচারে অতিষ্ঠ আমরা। এবার যদি কেউ এমন মিথ্যা সংবাদ ছড়ায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যুসংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগেও রুবেলকে ঘিরে এমন গুজব ছড়ানো হয়েছিল এবং সে সময়ও তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। এখন তার পরিবার থেকেও কঠোর প্রতিক্রিয়ার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা আসছে।

দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যাচ্ছে না চিত্রনায়ক রুবেলকে। সর্বশেষ তাকে রায়হান রাফির ‘ব্ল্যাক মানি’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে দেখা গেছে।

এদিকে সোহেল রানা অনেক দিন ধরে অভিনয়ে নেই। অভিনয়ের ব্যস্ততা কমিয়ে একটা সময় রাজনীতি নিয়ে ব্যস্ত হলেও একটা সময় সেখানেও অনিয়মিত হয়ে পড়েন।

সম্প্রতি এই অভিনয়শিল্পী অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন। শুধু তা–ই নয়, রাজনৈতিক কোনো কর্মকাণ্ডেও তাঁকে আর দেখা যাবে না—এমনটাই জানিয়েছেন। প্রযোজক হিসেবে প্রতিষ্ঠা করেন পারভেজ ফিল্মস। এই প্রতিষ্ঠান থেকেই দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মাণ করেন তিনি।

১৯৭৩ সালে অভিনেতা ও পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র ‘মাসুদ রানা’ সিরিজের একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। আর এই সিনেমার মাধ্যমেই অভিনেতা মাসুদ পারভেজ হয়ে ওঠেন পর্দার সোহেল রানা।

Leave a Reply

Your email address will not be published.