‘আমার সঙ্গে নোংরামি হয়েছে’

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ৫৬৭ জনের খসড়া ভোটার তালিকায় নাম ছিল না অভিনেতা শ্রাবণ শাহর। শিল্পী সমিতির সদস্য পদ থেকে বাদ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি।

ভোটার তালিকায় নিজের নাম না দেখে এই অভিনেতা জানান, আমি নিয়মিত সমিতির চাঁদা পরিশোধ করেছি তবুও, তালিকায় আমার নাম না দেখে হতাশ হই।

এরপর নির্বাচন কমিশন বরাবর আপিল করে অবশেষে ভোটার অধিকার ফিরে পান শ্রাবণ। নিজের অধিকার ফিরে পেয়ে নিপুণের বিপরীতে সাধারণ সম্পাদক পদে লড়ার ঘোষণা দিলেন তিনি। রোববার (৩১ মার্চ) মনোয়ন ফরম কিনে এমন ঘোষণা দেন শ্রাবণ।

এসময় তিনি বলেন, আমি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু আমার সাথে যখন নোংরামি হয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করব। লড়ার মতো লড়তে চাই। সবাই পাশে থাকবেন।

শ্রাবণ পরীমণির সঙ্গে আপন মানুষ চলচ্চিত্র করে আলোচনায় আসেন। সর্বশেষ কাজী হায়াতের মুক্তিযুদ্ধভিত্তিক ‘জয় বাংলা’তে অভিনয় করেন।

Leave a Reply

Your email address will not be published.