আমাদের দেশে কেনো হিন্দি-উর্দু সিনেমা চলবে-ঝন্টু

শর্তসাপেক্ষে হিন্দি ছবি বাংলাদেশে আমদানির পক্ষে সম্মত হয়েছে ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহমালিক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের ১৯ সংগঠন।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

মঙ্গলবার এ চিত্রনাট্যকার গণমাধ্যমকে বলেন, আমরাই একমাত্র জাতি, যারা ভাষার জন্য গুলি খেয়ে ভাষাকে প্রতিষ্ঠিত করেছি।

তিনি বলেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও এই নজির নেই। এ জন্য মাথা উঁচু করে কথা বলি আমরা। আমার দেশে কেন উর্দু-হিন্দি ছবি চলবে?

ঝন্টুর দাবি, বঙ্গবন্ধু বলেছিলেন— ‘তোরা একটি ছবি দিতে পারবি?’ তখন আমরা বলেছিলাম, প্রতি সপ্তাহে একটা করে নতুন ছবি দিতে পারব। তখন বঙ্গবন্ধু দৃঢ কণ্ঠে বলেন, যা হিন্দি চলবে না।’

এর আগে রোববার চলচ্চিত্রবিষয়ক সংগঠনের জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ শর্তসাপেক্ষে অনুমোদনের ব্যাপারে একটি প্রস্তাবনা তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে।

সেখানে বলা হয়, শর্তসাপেক্ষে হিন্দি ছবি বাংলাদেশে আমদানিতে কোনো আপত্তি নেই তাদের। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাসও দেন তথ্যমন্ত্রী।

ঝন্টু আরও মনে করেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে পাঠান ছবি মুক্তিতে কোনো অনুমতি দেবেন না। অতীতের স্মৃতি মনে করে তিনি বলেন, অনেক দিন আগে এ দেশে যখন উর্দু-হিন্দি ছবি চলছিল, তখন চলচ্চিত্রের অনেকেই আমরা বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলাম। বলেছিলাম— এ দেশে কোনো উর্দু-হিন্দি চলুক তা চাই না আমরা।

Leave a Reply

Your email address will not be published.