সেই প্রযোজকের স্ট্যাটাসে লাভ রিঅ্যাক্ট পূজা চেরির

জাজ মিডিয়ার সঙ্গে ফারাক তৈরি হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরির। টানাপোড়েনের কারণে জাজের সঙ্গে বেশিদিন কাজ করা হয়নি পূজার।

সম্প্রতি জাজের কাছে ক্ষমা চেয়েছেন নায়িকা। স্ট্যাটাস দেওয়ার পর পর প্রযোজক আবদুল আজিজকে তিনি ফোনও করেছিলেন। এর পর থেকে প্রযোজক ও নায়িকার মধ্যে সম্পর্ক অনেকটা স্বাভাবিক।

আবদুল আজিজ ও পূজা চেরির সম্পর্কের বরফ যে গলেছে, সেটি সামাজিক যোগাযোগমাধ্যমেও বোঝা যাচ্ছে। এবারের অমর একুশে বইমেলায় ‘প্রিয়তমা, তোমাকে বলছি’ নামে একটি কবিতার বই লিখেছেন আবদুল আজিজ।

বুধবার সন্ধ্যায় বইমেলায় স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি আবদুল আজিজ তার ফেসবুক পেজে শেয়ার করে স্ট্যাটাস দেন। সেখানে লেখেন— আমার ‘প্রিয়তমা, তোমাকে বলছি’-এর সঙ্গে। বইমেলা।’ প্রায় সঙ্গে সঙ্গেই ওই স্ট্যাটাসে লাভ রিঅ্যাক্ট দেন পূজা। মন্তব্যের ঘরেও অনেক ভালোবাসার ইমোজি দিয়েছেন।

এ প্রসঙ্গে পূজা বলেন, ‘আজিজ ভাই ও তার স্ত্রীর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। দুজনকে আমি খুব শ্রদ্ধা করি। আমাকেও ভালোবাসতেন তারা। মাঝে যে কোনো কারণেই হোক, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। আমি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি। আমি ছোট মানুষ, ভুল হতেই পারি। সেটি তারা বুঝে আমাকে ক্ষমাও করেছেন। এখন সম্পর্ক স্বাভাবিক। তাই ভাবি ও ভাইয়ার ছবি দেখে এভাবে মন্তব্য করেছি, ভালোবাসা দিয়েছি।’

পূজা আরও বলেন, ‘আমি বুঝলাম— এভাবে কাদা-ছোড়াছুড়ি করলে তো হয় না। হয়তো কোনো কথা বলছি না, ঠিক আছে; কিন্তু কাদা-ছোড়াছুড়ির মতোই অবস্থা যাচ্ছিল আমাদের মধ্যে। শুনছিলাম, জাজের সঙ্গে কাজ হবে না, কাজ করা যাবে না। মনে করলাম, সব কিছু ঠিকঠাক করে কাজ করা উচিত। কাজে মনোযোগ দিতে হবে।’
পূজা বলেন, ‘আমি তাদের অনেক ভালোবাসি। তারাও আমাকে ছোট বোনের মতোই ভালোবাসেন। সবচেয়ে বড় কথা, আমি আজকের পূজা তাদের সিনেমার ঘর থেকেই তৈরি হয়েছি। ফেসবুকে ছবিটা যখনই দেখেছি, কোনো কিছু চিন্তা না করেই লাভ রিঅ্যাক্ট ও মন্তব্য করে দিয়েছি।’

এই অভিনেত্রী বলেন, ‘একুশের বইমেলায় আজিজ ভাইয়ের কবিতার বই বের হয়েছে। এ জন্য আগামী পরশু মেলায় যাব। ভাইয়ার বইসহ আরও বেশ কিছু বই কেনার ইচ্ছা আছে।’

এদিকে জাজের ঘরে ফিরেই কাজ করার বিষয় পূজা জানান, ‘এখন জাজের ছবিতেও কাজ করব, বাইরের ছবিতেও কাজ করব। হয়তো অনেকে ভাবছেন, জাজের ঘরে ফিরেছি, বাইরের ছবিতে কাজ করব না। ব্যাপারটি তেমন নয়; আমি ছোট মানুষ, অনেক সময় অনেক কিছুর ব্যাপারেই সিদ্ধান্ত নিতে পারি না। আজিজ ভাই আমার অভিভাবকের মতো। তার পরামর্শ নিয়ে কাজ করব।’

পূজার ভাষ্য, ‘এখন মাথায় একটা বিষয়ই ঢুকেছে, কাজ করতে হবে। ভালো কাজ দিয়ে ফিরতে হবে আমাকে।’

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ ছবিটি দিয়ে সিনেমায় অভিষেক হয় পূজার। এর পর একই ঘর থেকে ‘দহন, ‘প্রেম আমার টু, ‘নূরজাহান’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.