‘আমি বুঝতে পারছি না, কী বলা উচিত’

ভারতের বেনারসে শুক্রবার (২৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে ‘দরদ’ সিনেমার শুটিং। অনন্য মামুনের প্যান-ইন্ডিয়ান এ সিনেমায় যুক্ত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এতে শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে বলিউডের সোনাল চৌহান।

মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে শাকিব খানের সঙ্গে দেখা গেল সোনাল চৌহানকে। এ সময় তারা ছবিটি নিয়ে বিস্তারিত কথা বলেছেন।

সোনাল বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চিত্রনাট্য। এই ছবির চিত্রনাট্য সত্যিই চমৎকার। আমি যতবার এটা পড়েছি, ততবার মুগ্ধ হয়েছি। আমি বিভিন্ন ভাষায় সিনেমা করেছি। সেই সূত্রে বরাবরই বলি, সিনেমার কোনো নির্দিষ্ট ভাষা হয় না। এটা কেবল নির্মাতার গল্প বলার একটি মাধ্যম। আর আমরা অভিনেতা ও অভিনেত্রীও সেই মাধ্যমের অংশ।’

শাকিব খান বলেন, ‘আসলে আমি বুঝতে পারছি না, কী বলা উচিত, কী উচিত না। তবে একটি বিষয় বলতে চাই, এটা একটি ইউনিক ছবি হবে। এর গল্পটা খুব সুন্দর। আমরা আশা করছি মানুষ ছবিটা পছন্দ করবে। আর এটা আমার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। আপনাদের ভালোবাসা ও সমর্থন পাবো আশা করি।’

ছবিটিতে শাকিক-সোনাল ছাড়া আরও অভিনয় করছেন টলিউডের পায়েল সরকার, বাংলাদেশের মিশা সওদাগর, লুত্ফর রহমান জর্জ, এলিনা শাম্মী, বলিউডের রাজেশ শর্মাসহ অনেকে। ছবিটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published.