‘মাঠে আমারই যেতে হবে’

ভারতের ওয়াংখেড় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। একপ্রান্তে কেবল মাহমুদউল্লাহ রিয়াদ লড়েছেন, সেঞ্চুরি করেছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) টাইগারদের এ হারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র ক্রিকেট নিয়ে আলোচনা-সমালোচনায় মুখর সব শ্রেণি-পেশার মানুষ। সেই তালিকায় যুক্ত হলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খানও।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেকটা খোঁচা মেরেই স্ট্যাটাস দিয়েছেন জায়েদ খান।

বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা চারটা ছবি দিয়ে জায়েদ লিখেছেন- ‘মাঠে আমারই যেতে হবে।’ এটা দিয়ে তিনি ক্রিকেটারদের চেয়ে নিজেকেই খেলায় বেশি পারদর্শী বলে বোঝাতে চেয়েছেন!

জায়েদ খানের এই পোস্টে নানা শ্রেণির মানুষ এসে আলোচনা-সমালোচনা করে কমেন্ট করছেন। অনেকেই বিষয়টি নিয়ে মজা করছেন।

সাজ্জাদ খান নামে একজন কমেন্ট করেছেন, ‘আপনি তো ভালোই খেলেন, অন্তত ১ বলে আউট হবেন না।’

সাইদুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, ‘আপনাকে আর হিরো আলমকে দিয়ে ওপেনিং করানো হোক।’

শরিফুল নামের একজন লিখেছেন, আপনাকে ছাড়া সেমিতে উঠার কোনো সম্ভাবনা নেই। আবার একজন প্রশ্ন করেছেন, কবে যাচ্ছেন?

এ নায়ক কয়েকদিন আগেই জানিয়েছিলেন, একসময় ভালো ক্রিকেট খেলতেন তিনি। পেস বোলার ছিলেন। ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে ঢাকা শহরে এসেছিলেন। যদিও পরবর্তীতে হয়ে উঠেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক।

Leave a Reply

Your email address will not be published.