‘আমি যে কতটা নার্ভাস, ভাষায় প্রকাশ করতে পারবো না’

প্রযোজনা সংস্থার ঘোষণা করেই টলিপাড়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। তাদের প্রযোজিত প্রথম ছবি ‘মেন্টাল’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যুগলে। ছবির শুটিং শেষ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ছবির প্রথম পোস্টারও প্রকাশ্যে এল।

পোস্টার নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে যশ বলেন, ‘বুঝতে পারছিলাম দর্শক অপেক্ষা করছিলেন। পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছি। খুব ভাল লাগছে।’

তিনি বলেন, ‘কেউ বিশ্বাস করবে কি না জানি না, আমরা এই ছবিটা নিয়ে এখন প্রায় সারা দিন কাজ করছি। সেই সঙ্গে নতুন নতুন জিনিসও শিখছি।’

নিজের প্রথম প্রযোজনা নিয়ে যশ বলেন, ‘প্রযোজক হিসাবে প্রথম কাজ। তাই কোনো রকম ফাঁক রাখতে চাই না। আমি যে কতটা নার্ভাস, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না।’

নতুন বছর কি তা হলে কাজের ব্যস্ততায় শহরেই কাটবে? যশ বলেন, ‘সাধারণত নিউ ইয়ারে শহরের বাইরে কোথাও চলে যাই। কিন্তু এবার সেটা হবে না। তাই এ বারে নতুন বছরটা আমাদের দুজনের কাজের মধ্যেই কাটবে।’

ছবি কবে মুক্তি পাবে? যশ-নুসরাত দু’জনেই আপাতত এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

নুসরাত হেসে বললেন, ‘আর একটু সময় যাক। ধীরে ধীরে সবটাই জানিয়ে দেব।’

এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘অন্য কারও ছবিতে অভিনয় করার তুলনায় নিজেদের প্রযোজিত ছবিতে চাপ ও দায়িত্ব অনেক বেড়ে যায়। কিন্তু এই চাপটা নিতে ভাল লাগে।’

নুসরাত বলেন, ‘বাণিজ্যিক ছবি এক সময় রমরমিয়ে চলেছে। আমার বিশ্বাস আজকেও অগণিত দর্শক সে রকম ছবির অপেক্ষায় রয়েছেন। তাদের আবার বাণিজ্যিক ছবির পাশে দাঁড়াতে অনুরোধ করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published.