এবার ওটিটিতে ‘পেয়ারার সুবাস’

নিজের অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’- এর প্রিমিয়ার শো দেখতে এসে পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আহমেদ রুবেল। নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমাটি গুণী অভিনেতা রুবেলকে উৎসর্গ করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি দেশব্যাপী ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এবার আসছে ওটিটিতে!

আগামীকাল বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে। ৯২ মিনিটের এই সিনেমায় আহমেদ রুবেলের সাথে অভিনয় করেছেন গুণী অভিনেতা জয়া আহসান, তারেক আনাম খান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু সহ আরও অনেকেই। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লি ও সহ-প্রযোজনায় চরকি।

‘পেয়ারার সুবাস’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যায় আরও তিন বছর। পরে সিনেমাটি গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। উৎসবে পুরস্কার না পেলেও ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছিল সেখানে।

গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সিনেপ্লেক্সে প্রিমিয়ার শোতে অংশ নিতে পরিচালক নুরুল আলম আতিককে নিয়ে সেখানে পৌঁছান রুবেল। নিজেই গাড়ি চালিয়ে যান। গাড়িটি বসুন্ধরা সিটিতে পার্ক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published.