‘ডাব’ প্রতীক পেয়ে যা বললেন হিরো আলম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ডাব প্রতীক পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে প্রতীক নিতে তিনি বা তার প্রতিনিধি বগুড়া কার্যালয়ে যাননি।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘ডাব’ প্রতীক পেয়েছি জানি। আমি ঢাকায় কিছু কাজে ব্যস্ত থাকায় বগুড়া যেতে পারিনি। ২০ ডিসেম্বর আমার প্রতীক নেব।

প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, এবার আমার নির্বাচনী মার্কা ‘ডাব’। এই মার্কা নিয়ে মাঠঘাট চষে বেড়াতে চাই।

তিনি বলেন, এ পর্যন্ত আসতে যেভাবে জনগণ আমাকে সমর্থন দিয়ে এসেছেন, আশা করছি ভবিষ্যতেও তারা আমার পাশে থাকবেন।

উল্লেখ্য, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনটিতে জয়ী হতে হিরো আলমকে ৪ জন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটযুদ্ধে লড়তে হবে। তারা হলেন: জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল এবং স্বতন্ত্র জিয়াউল হক ও মোশফিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published.