ঢাকায় গাইতে আসছেন অঞ্জন দত্ত

ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক, নির্মাতা ও অভিনেতা অঞ্জন দত্ত। নন্দিত এ শিল্পীর অগণিত ভক্ত-অনুরাগী রয়েছে এই তল্লাটে। তাদের গানে-সুরে মাতানোর জন্যই ঢাকামুখী হচ্ছেন তিনি।

‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস। তারাই খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ঢাকায় গান করবেন অঞ্জন দত্ত। সংগত কারণে তারিখটি এখনই প্রকাশ করতে চাইছেন না তারা।

আয়োজকদের ভাষ্য, ‘ইতোমধ্যে অঞ্জন দত্তের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। তিনি কবে, কখন ফ্লাইটে উঠবেন, ঢাকায় এসে কোথায় উঠবেন, সবই চূড়ান্ত। এখন শুধু সময়ের অপেক্ষা। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবে ঢাকার শ্রোতারা।’

এই কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে গান করবেন ঢাকার আহমেদ হাসান সানি। যিনি সাম্প্রতিক সময়ে ‘শহরের দুইটা গান’, ‘আমরা হয়তো’ ইত্যাদি গানে বিপুল শ্রোতাপ্রিয়তা পেয়েছেন। তারও আগে ‘মুক্তাঞ্চল’ অ্যালবাম দিয়ে কিংবা ‘স্বপ্নজাল’ সিনেমায় গান গেয়েও প্রশংসিত হয়েছেন।

আয়োজনটি নিয়ে সানি বলেন, ‘অঞ্জন দত্ত আমাদের একাধিক প্রজন্মের প্রিয় শিল্পী। তার গান দারুণভাবে প্রভাবিত করে আমাকে। সেই প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান করবো, ভাবতেই আনন্দ লাগছে।’

শিগগিরই এই কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সেই সঙ্গে জানানো হবে টিকিট ও লোকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য।

আগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সর্বশেষ গেলো মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান শুনিয়ে গেছেন ‘রঞ্জনা’ খ্যাত এই শিল্পী।

বলা দরকার, গান, অভিনয় ও নির্মাণ বিভিন্ন ভুবনে নিজেকে প্রমাণ করেছেন অঞ্জন দত্ত। আশির দশকের শুরুর দিকে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন তিনি। বহু সিনেমায় যেমন অভিনয় করেছেন, আবার নির্মাতা হিসেবেও মুগ্ধ করেছেন দর্শককে। আর সংগীতশিল্পী দত্ত তো এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published.