ঢালিউডে ৪৭বছরে ৫০টি সিনেমা

 

সহকারী পরিচালক দিয়ে প্রবেশ করেন ঢালিউডে । সাল তখন ১৯৭৮ । এরপর কেটে গেছে ৪৭বছর । ২০২১সালে এসে পরিচালনা করেছেন নিজের ৫০তম সিনেমা । বলছিলাম ঢালিউডের অন্যতম সফল পরিচালক কাজী হায়াতের কথা । এতো দীর্ঘ সময় চলচ্চিত্রে সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি তাঁকে দেওয়া হলো ফজলুল হক স্মৃতি পুরস্কার।

মাঝে অসুস্থতার দরুন সংশয় ছিলো যে জীবনের শেষ সিনেমা ‘বীর’ এর বাকি কাজটুকু শেষ করে যেতে পারবেন কিনা । সৃষ্টিকর্তার কৃপায় আবারো ফিরে এসেছেন দর্শকের মাঝে । শেষ করেছেন ‘বীর’ সিনেমার কাজ । বর্তমান দেশীয় সিনেমার সার্বিক পরিস্থিতি নিয়ে কাজী হায়াত জানান ‘এককথায় যদি বলি, সামগ্রিক চলচ্চিত্রের অবস্থা তো ভালো না। চলচ্চিত্রের ভালো করতে হলে এখন সরকারি হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় নেই। আমার বক্তব্য পরিষ্কার, সরকারকে মূলধারার চলচ্চিত্রে অনুদান দিতে হবে। মূলধারার চলচ্চিত্র যদি বেঁচে না থাকে, তাহলে একদিন চলচ্চিত্রই থাকবে না। মূলধারার চলচ্চিত্রের ফাঁকে সব সময় বিকল্পধারা বিকশিত হয়। আর এই চলচ্চিত্র যদি না থাকে, দেশের অনেক ক্ষতি হয়ে যাবে।’

‘বীর’ সিনেমার কাজ শেষে এই মুহূর্তে ‘জয় বাংলা’ ছবিটি পরিচালনা করছেন কাজী হায়াত।

Leave a Reply

Your email address will not be published.