থানার পর এবার ডিবি কার্যালয়ে অপু বিশ্বাস

সরকারি অনুদানে প্রযোজক হিসেবে অপু বিশ্বাস গেল ঈদে মুক্তি দিয়েছেন ‘লাল শাড়ি’। ছবিটির পাইরেসির বিষয়ে এবং সাইবার বুলিং নিয়ে কথা বলতে ডিবি পুলিশের প্রধান কার্যালয়ে গিয়েছেন তিনি। সেখানে তিনি কথা বলেছেন ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে।

রোববার (৬ আগস্ট) বিকেলে অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে যান। সেখানে সাংবাদিকদের অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি’ ছবিটি আমার অনেক কষ্টের। এ ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে ডিবি কার্যালয়ে এসেছি। পাশাপাশি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংটা অনেক বেড়ে গেছে। কারণে-অকারণে ভিউয়ার্স বাড়ানোর আশায় সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে।

আর সাইবার বুলিংটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে। এটা কারো কাম্য নয়। কারণ বেলাশেষে আমরা সবাই পরিবারে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। হয়তো আমরা চিত্রনায়িকা, কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

তিনি বলেন, আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। সাইবার ক্রাইমে যারা আছেন তারা আমাকে আশ্বস্ত করেছেন। আরও একটা কথা বলতে চাই, আমরা আর্টিস্টরা বিভিন্ন দেশে যাই। সেখানে দেশের প্রতিনিধিত্ব করি। এরকমটা হলে আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে শনিবার (৫ আগস্ট) রাতে অপু বিশ্বাস ফতুল্লা থানায় যান। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়াও বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, ‘সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। আমাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই তিনি থানায় এসেছেন। প্রায় ত্রিশ মিনিটের মতো সময় অতিবাহিত করে চলে গেছেন।’

Leave a Reply

Your email address will not be published.