দিন দ্য ডে আমাদের সবার সিনেমা- ইলিয়াস কাঞ্চন

চলচ্চিত্রের দুর্দশা কাটাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘তালাশ’ সিনেমার মুক্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন।

সেখানে তিনি বলেন, ‘আপনারা হয়তো জানেন আমি কথা দিলে কথা রাখার চেষ্টা করি। এ পর্যন্ত আমি তাই করে আসছি। সম্প্রতি অনন্ত জলিলের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে একটা স্লোগান দিয়েছিলাম— আজ থেকে আমরা সবাই বলব আমাদের সিনেমা। অনন্ত বানিয়েছে বলে সিনেমা শুধু তার একার নয়। কিংবা এই তালাশ শুধু যারা বানিয়েছে, কাজ করেছে তাদের একার নয়। প্রতিটি সিনেমাই আমাদের। মন থেকে যদি এই স্লোগান গ্রহণ করতে পারি, তা হলে একটা শুভকামনা অন্তত জানাব সবাই।’

৩৫০টির বেশি সিনেমার অভিনেতা বলেন, ‘আর যদি সময় থাকে নতুন সব সিনেমার টিমকে সাহায্য-সহযোগিতা করব। আমাদের সবাইকে সিনেমা, সিনেমা হল, দর্শকের দায়দায়িত্ব নিতে হবে। আশা করছি তা হলে সিনেমার আবারও সোনালি যুগ ফিরে আসবে।’

সানী-জায়েদের চলমান দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। শুধু একটা কথাই বলব— সব চলচ্চিত্র কর্মী ও শিল্পীদের কাছে আমার অনুরোধ, চলাফেরা, কথাবার্তা ও আচার-আচরণে আপনারা সংযত হন।’

Leave a Reply

Your email address will not be published.