নতুন লুকে ওমর সানী

মুক্তিযুদ্ধে জলপথে সফল গেরিলা যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত সিনেমা ‘অপারেশন জ্যাকপট’। ২১ কোটি টাকার বাজেটের সিনেমাটি নির্মাণ করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন ঢাকার দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।

১৯৭১ সালে তৎকালীন ভারতের প্রতাপশালী অফিসার ছিলেন ওঙ্কার সিং কাটকার। সেই চরিত্রে দেখা যাবে অভিনেতা ওমর সানীকে। বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা নিজেই। প্রকাশ করেছেন চরিত্রটির লুকও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ওমর সানী লিখেছেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের একটা বিশাল ঘটনার সূত্রপাত হচ্ছে অপারেশন জ্যাকপট, আর এ ছবিতে তৎকালীন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অফিসার ছিলেন ওঙ্কার সিং কাটকার। তার চরিত্র নিয়ে হাজির হলাম অপারেশন জ্যাকপটে। ধন্যবাদ এই ছবির প্রযোজক এবং পরিচালককে।’

সিনেমার শুটিংয়ে ইতোমধ্যেই অংশ নিয়েছেন গুণী অভিনেতা ও নির্মাতা কাজী হায়াৎ, চিত্রনায়ক ওমর সানী, নিপুণ আক্তার, খোরশেদ আলম খসরু, ইমন, জয় চৌধুরী, শিপন মিত্রসহ অনেকেই। সবাইকে দেখা গেছে একেবারে অচেনা রূপে।

Leave a Reply

Your email address will not be published.