পরীমনির নামে মাদক মামলা ৬ মাস স্থগিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমনির নামে করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে আদালত।একই সঙ্গে পরীমনির নামে করা মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

বিচারপতি নুরুজ্জামানের সমন্বয়ে গঠিত তিন সদস্যের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।এই আদেশের ফলে হাইকোর্টে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে এই মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছেন পরীমনির আইনজীবীরা।

আদালতে পরীমনির পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

গত বছরের ৮ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনির নামে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছিল চেম্বার আদালত।গত বছরের ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাবের একটি দল।বাহিনীটি জানায়, এই অভিনেত্রীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।মাদক উদ্ধারের ঘটনায় বনানী থানায় পরীমনিসহ আরও দুজনের নামে মামলা করে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published.