‘রিক্সা গার্ল’ করছিঃ শাকিব খান

অমিতাভ রেজা চৌধুরীর ‘রিক্সা গার্ল’-এ অভিনয় করছেন শাকিব খান। সোমবার তারকা সংবাদকে খবরটি নিশ্চিত করেন তিনি।

বিএফডিসির চার নম্বর ফ্লোরে ‘ক্যাপ্টেন খান’র আইটেম গানের শুটিংয়ের ফাঁকে কথা বলেন শাকিব।

শাকিব বলেন, ‘অমিতাভের সাথে আমার কথা হয়েছে। গল্পটা দুর্দান্ত। আন্তর্জাতিকমানের প্রজেক্ট হতে যাচ্ছে এটা।’

কয়েক মাস আগে কলকাতায় শ্রী  ভেঙ্কটেশ ফিল্মসের  অফিসে তাদের দুজনের প্রথম দেখা হয়। শাকিব বলেন, “ওখানে পরিচয়ের সময় তিনি আমাকে নিয়ে একটা সিনেমা করতে চান, এমন ইচ্ছের কথা জানান। এরপর কিছুদিন আগে আমাকে ‘রিক্সা গার্ল’-এর গল্প শোনান। আমার বেশ পছন্দ হয়েছে। কাজটা আমি করছি।”

এখানে উল্লেখ্য অমিতাভের ‘রিক্সা গার্ল’-এ শাকিব খানের অভিনয়ের সম্ভাবনার কথা প্রথম তারকা সংবাদ প্রকাশ করেছিল।

পরিচালক অমিতাভ রেজা সম্প্রতি এক সাক্ষাতকারে তারকা সংবাদকে জানিয়েছিলেন, আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হবে।

‘রিক্সা গার্ল’-এ শাকিব খান ছাড়া প্রধান নারী চরিত্র ‘নাইমা’র শিল্পী চূড়ান্ত হয়েছে। তবে তিনি পরিচিত কোন শিল্পী নয়, সম্পূর্ণ নতুন। এমনটাই জানালেন অমিতাভ ।

সিনেমাটির গল্প নারীর ক্ষমতায়ন নিয়ে। বাংলাদেশের মেয়ে নাইমা। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অভিনব পদ্ধতি অবলম্বন করে। পুরুষের বেশে অসুস্থ বাবার রিকশা নিয়ে রাস্তায় বের হয়। এক দুর্ঘটনায় বাবার প্রিয় রিকশাটি ভেঙে যায়। রিকশার ভেঙে যাওয়া অংশ ঠিক করতে শুরু হয় নাইমার নতুন সংগ্রাম।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ বইটি ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সর্বাধিক বিক্রি হয়েছিল। উপন্যাসের ছায়া অবলম্বনে চিত্রনাট্য লিখছেন শর্বরী জোহরা আহমেদ। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র চিত্রনাট্যকারদের একজন তিনি।

‘রিক্সা গার্ল’ প্রযোজনা করবেন মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস।