সারপ্রাইজ গিফটে মুগ্ধ পরীমনি

পরীমণির জন্মদিন বরাবরই আলোচনার টেবিলে থাকে। তার জমকালো আয়োজন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় সোশাল মিডিয়ায়। তাতে অবশ্য ভ্রূক্ষেপ করেন না নায়িকা। বরং নিজের বিশেষ দিনটিকে রাঙিয়ে তুলতে আয়োজনের কমতি রাখেন না তিনি।

আগামী ২৪ অক্টোবর ৩০ বছরে পা রাখবেন পরী। তবে অন্য যেকোনও সময়ের চেয়ে এবারের জন্মদিন অনেক বেশি স্পেশাল। কেননা, এখন তিনি শুধু পরীমণি নন, অভিনেতা শরিফুল রাজের স্ত্রী, আবার শাহীম মুহাম্মদ রাজ্যর মা। মাতৃত্বের অনুভূতি লাভের পর এটাই তার প্রথম জন্মদিন। সুতরাং দিনটির বিশেষত্ব শব্দে বর্ণনা করা মুশকিল।

এরমধ্যেই জানা গেলো, এবারের জন্মদিনে বিশেষ একটি উপহার পাচ্ছেন পরীমণি। সেটা হলো তার নতুন সিনেমার গান। যেটার শিরোনাম ‘তুই কি আমায় ভালোবাসিস’। এটি থাকছে পরী অভিনীত নতুন ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ। যেটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।

নির্মাতা জুয়েল জানালেন, পরীর জন্মদিনেই সিনেমাটির প্রথম ঝলক কিংবা গান দর্শকের সামনে হাজির করতে চান। এটা নায়িকার প্রতি তার উপহারও বটে।

এদিকে সিনেমার টিমের পক্ষ থেকে এমন উপহারের খবর পেয়ে উচ্ছ্বসিত পরীমণি। বললেন, ‘সর্বকালের সেরা সারপ্রাইজ গিফট! আমি ধন্য। ধন্যবাদ টিম। ধন্যবাদ ক্যাপ্টেন আবু রায়হান জুয়েল। আমি সত্যিই খুব উত্তেজিত।’

রোমান্টিক ধাঁচের গানটির কথা লিখেছেন শরিফ আলদ্বীন। নাজির মাহমুদের সুরে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান।

আবু রায়হান জুয়েল বললেন, ‘এটি সিনেমার প্রথম গান। এছাড়া আরও চারটি গান রয়েছে। সেগুলো এক এক করে প্রকাশ্যে আসবে। তবে সেটা নতুন বছরের শুরুতে। আপাতত পরীমনির জন্মদিনের উপহার হিসেবেই এ গানটি প্রকাশ করা হচ্ছে।’

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাবে আগামী বছরের ২০ জানুয়ারি। সেই লক্ষ্যে প্রচারণা শুরু হবে পহেলা জানুয়ারি থেকে। এর আগে অবশ্য ২০ ডিসেম্বর গণমাধ্যমের মুখোমুখি হবেন সিনেমার নির্মাতা-শিল্পী-কুশলীরা।

খ্যাতিমান লেখক ড. মুহাম্মদ জাফর ইকবালের শিশুতোষ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার সহ-প্রযোজনায় রয়েছে বঙ্গবিডি। সিনেমাটিতে পরীমণির সঙ্গে আছেন সিয়াম আহমেদ। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার, কচি খন্দকার ও প্রায় ২০ জন শিশুশিল্পী।

Leave a Reply

Your email address will not be published.