সিনেমায় ফিরছেন কুসুম শিকদার

বহু প্রতিভার অধিকারী কুসুম শিকদার। ২০০২ সালে ‘লাক্স আনন্দধারা মিস ফটোজনিক’ প্রতিযোগিতা দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু তার। এরপর নাটক, সিনেমা- দুই অঙ্গনেই ভালোবাসা কুড়িয়েছেন।

গৌতম ঘোষের নির্মাণে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে কয়েক বছর ধরে কাজ একেবারে কমিয়ে দিয়েছেন। নিজের পছন্দ না হলে কাজে তাকে দেখাই যায় না। তার অনেক দিনের ইচ্ছা নিজের প্রোডাকশন হাউস থেকে সিনেমা বানাবেন। অবশেষে সেই ইচ্ছা পূরণ হয়েছে। অনেকটা চুপিসারে ছবিটির শুটিং শেষ করেছেন। ডাবিংও শেষ। এখন কালার গ্রেডিংও শেষ। চলছে মুক্তির প্রস্তুতি।

শরতের জবা’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন কুসুম। ভৌতিক ও অতিপ্রাকৃত ঘরানার এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয় ও প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী। সিনেমায় কুসুমের বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন তিনি।

জানা গেছে, অভিনেত্রীর লেখা ‘অজাগতিক ছায়া’গল্পগ্রন্থ থেকে ‘শরতের জবা’র চিত্রনাট্য লিখেছেন কুসুম নিজেই। তার দাদাবাড়ি নড়াইলের পহরডাঙ্গা গ্রামে দৃশ্যধারণের কাজ হয়েছে সিনেমাটির।

প্রসঙ্গত, ‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’, ‘শঙ্খচিল’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published.