‘আগামী বছর স্টার সিনেপ্লেক্সের হল থাকবে ৪০টি’

১৯ পেরিয়ে ২০ বছরে পা দিলো দেশের প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। ২০০৪ সালের ৮ অক্টোবর চালু হওয়া এ মুভি চেইনের সাতটি শাখায় বর্তমানে ১৯টি হল রয়েছে। তাদের টার্গেট আগামী বছর এ সংখ্যা ৪০ এ উত্তীর্ণ করা। এমনটাই জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

১৯ বছর পূর্তি উপলক্ষে ৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের টার্গেট সারাদেশে ১০০টি হল থাকবে। দীর্ঘ ১৯ বছরে ২০টির মত হয়েছে। আরেকটু বেশি হতে পারত। কোভিডের কারণে আমরা অনেকটাই পিছিয়ে গেছি। তবে আশা করছি ২০২৪ সাল নাগাদ আমাদের ৪০টি হল চালু থাকবে।

তিনি বলেন, আগামী বছরের শুরুতে সবার আগে চালু হবে ঢাকার উত্তরা, সিদ্ধেশ্বরী (নারায়ণগঞ্জ), বগুড়া, কক্সবাজারে একাধিক স্ক্রিনের সিনেপ্লেক্স। এ চারটি শাখায় ১২টি পর্দা থাকবে। এছাড়া চট্টগ্রামে আরও তিনটি হল বাড়ানোর ইচ্ছে রয়েছে।

দেশের সিনেমার প্রসঙ্গ টেনে সিনেপ্লেক্সের চেয়ারম্যান বলেন, গতবছর হলিউডের ছবির চেয়েও দেশের প্রিয়তমা ও সুড়ঙ্গ ছবিগুলো ভালো চলছে। এভাবে যদি বছরে কমপক্ষে ১০টি ভালো কনটেন্ট দেয়া যায় তাহলে আরও বেশি স্ক্রিন বাড়ানোর উৎসাহ পাবো।

বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি, ধানমন্ডির সীমান্ত সম্ভার, সামরিক জাদুঘর (বিজয় স্মরণী), মিরপুর, এসকেএস টাউয়ার, রাজশাহী হাইটেক পার্ক, চট্টগ্রামের বালি আর্কিডে সবমিলিয়ে ১৯ স্ক্রিনে স্টার সিনেপ্লেক্সে চালু আছে।

সিনেমা প্রদর্শনের পাশাপাশি ২০১৯ সালে ‘ন ডরাই’ নামে একটি ছবি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, একাধিক সিনেমা স্ক্রিপ্টিং চলছে। ২০২৪ সালে ধারাবাহিকভাবে সিনেমা প্রযোজনা করবো।

মাহবুব রহমান রুহেল বলেন, আমি পারফেকশনিস্ট মানুষ। এজন্য পারফেকশনিস্ট সিনেমা বানানো। সেভাবে লাইন আপ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.