আনকাট সেন্সর পেল শাকিবের ‘রাজকুমার’

আনকাট সেন্সর পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ছবি ‘রাজকুমার’। সময়ের জনপ্রিয় পরিচালক হিমেল আশরাফের এ সিনেমাটি বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা দেখেন। এর পরেই বৃহস্পিতবার (৪ এপ্রিল) আনকাট সেন্সের পায়।

জানা গেছে, সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন সেন্সের বোর্ডের সদস্যরা। এর আগে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি উপলক্ষে ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

মুক্তি উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রচার। ২৮ মার্চ সন্ধ্যায় প্রকাশিত হয় টাইটেল ট্র্যাক। ২ এপ্রিল এসেছে এর দ্বিতীয় গান ‘বরবাদ’। গান দুটি অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া পেলেও রয়েছে ইউটিউবের ট্রেন্ডিংয়ে।

গেল বছর মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে হিমেল আশরাফ নির্মাণ করছেন ‘রাজকুমার’। দেশের বেশ কিছু জায়গাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে ‘রাজকুমার’ সিনেমার দৃশ্যধারণ হয়েছে।

পরিচালক হিমেল আশরাফ আগেই জানিয়েছেন, ‘রাজকুমার’ দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস লেখা হতে পারে। আরশাদ আদনানের প্রযোজনায় প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.