আসছে শবনম ফারিয়ার নতুন টেলিফিল্ম ‘শ্বাপদ’

তিনদিনের জন্য ট্রেন ভাড়া করে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক টেলিফিল্ম ‘শ্বাপদ’ । টেলিফিল্মটি পরিচালনা করেছেন শাহরীয়ার। ঢাকা থেকে ৩৫০ কিলোমিটার দূরের রেলের শহর পার্বতীপুর ও সৈয়দপুরে টানা তিনদিন শুটিং করা হয় ট্রেন ভাড়া করে । এতে অভিনয় করেছেন শবনম ফারিয়া, এফ এস নাইম, তারিক আনাম খান সহ আরো অনেকে ।

টেলিফিল্মটির প্রযোজক পিকলু চৌধুরী জানান, ‘মুক্তিযুদ্ধের কোনো ঘটনা এতোই নৃশংস যে সেব গল্প শুনলে বুক কেঁপে ওঠে। পাক বাহিনীর নির্মম অত্যাচারের শিকার হয়েছে এদেশের মানুষ, এই গল্প তারই প্রতিছবি। সত্য ঘটনার অনুপ্রেরণায় এই গল্প আমরা শুনেছি ঘটনার সাক্ষি ওয়াজিউল্লার মেয়ে লুৎফুন্নেসা এবং নাতি রাশেদুল আউয়ালের কাছে।’

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে আগামী ১৬ ডিসেম্বর টেলিফিল্মটি প্রচারিত হবে ।

Leave a Reply

Your email address will not be published.