পর্তুগালের বিদায়ে কোচকে দুষলেন নায়িকা মিতু

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আফ্রিকার মুসলিম দেশ মরক্কোর সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। শনিবার পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে মরক্কো।

রোনালদো ঘুণাক্ষরেও ভাবেননি মরক্কোর সঙ্গে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হবে। কারণ নিজের শেষ বিশ্বকাপের স্বপ্নটা আরও বড় ছিল তার। তাই তো বিশ্বকাপ থেকে বিদায়ে অশ্রু ঝরেছে সিআরসেভেনের চোখে। আর তা দেখে হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে তার ভক্তসহ ফুটবলপ্রেমীদের।

পর্তুগালের এমন বিদায়ে কোচ ফার্নান্দো সান্তোসকে দায়ী করছেন অনেকে। তাদের ধারণা, ব্যক্তিগত জেদের বশেই কোচ রোনালদোর মতো খেলোয়াড়কে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছেন। অথচ প্রথম থেকে রোনালদো খেললে ম্যাচটির রেজাল্ট ভিন্ন হতে পারত।

এমনটা ভাবছেন ঢালিউডের উঠতি নায়িকা জাহারা মিতুও। পর্তুগালের বিদায়ে নিজের ফেসবুক টাইমলাইনে ক্ষোভ ঝেড়ে লেখেন, ‘ইগো মানুষের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তার আরেক উদাহরণ আজকের ম্যাচ। একজন কোচের কাছে দেশের চাইতে বড় তার ইগো হতে পারে?’

ঢাকাই সিনেমার এই নায়িকা তার ফেসবুক পোস্টে পর্তুগালের আজকের এ অবস্থানে আসার পেছনে রোনালদোর বড় ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন।  মিতু লেখেন, ‘পর্তুগালকে ফুটবলের ফেভারিট হিসেবে বিশ্ব দরবারে চিনিয়েছে এই সিআরসেভেন। আমরা তো পর্তুগালের খেলার ভক্ত নই, আমরা রোনালদোর ভক্ত। অথচ রোনালদোর আজকের এই কান্না শুধু বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার কান্না নয়, এই কান্নায় ছিল অপমান।’

মিতু সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ম্যাচের প্রসঙ্গ টেনে লেখেন, ‘যদি দেশের দরকার না হতো, হয়ত রোনালদো সাইড বেঞ্চে বসে না থেকে সেদিনই দল থেকে বের হয়ে যেত।’

ওই ফেসবুক পোস্টে রোনালদোর প্রতি মিতু তার ভালোবাসা জানিয়ে আরও লিখেন, ‘কখন, কোথায় রাগের বশে আমরা নিজেদের কত বড় ক্ষতি করি নিজেরাই আসলে বুঝতে পারি না। তুমি সেরাই থাকবে রোনালদো। আমরা তোমাকেই ভালোবাসব।’

Leave a Reply

Your email address will not be published.