defination of politics

পুনেতে পুরস্কৃত ‘ডেফিনেশন অফ পলিটিক্স’

ভারতের মহারাষ্ট্রএর পুনেতে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হলো ‘তৃতীয় আন্তর্জাতিক স্বলদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান। এবার সারা বিশ্বের ১১১১ টি ফিল্মের সাথে প্রতিযোগিতা করে দ্বিতীয় সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় করলো শাহাদাত রাসএল নির্মিত রাজনৈতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেফিনিশন অফ পলিটিক্স’।
একইসাথে এ স্বল্পদৈর্ঘ্যের জন্য ‘সেরা চিত্রনাট্যকার’ হিসেবে শাহাদাত রাসএল এবং ‘সেরা পার্শ্ব চরিত্র’-এর পুরস্কার জিতেছেন জয়িতা মহলানবিশ। উৎসবটি ১৬ থেকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
 
‘ডেফিনিশন অফ পলিটিক্স’ এর আগের বেশকিছু আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হবার পাশাপাশি পুরস্কার অর্জন করে। 
নির্মাতা শাহাদাত রাসএল বলেন, “প্রতিটি পুরস্কারই নতুন নতুন কাজের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এটা সম্মানের ও আনন্দের। পুনেতে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলো আয়োজকরা তবে নতুন ফিল্ম ‘পাড়ি’র পোষ্ট প্রোডাকশান নিয়ে ব্যাস্ত থাকায় পুনেতে যেতে পারিনি।”
‘ডেফিনিশন অফ পলিটিক্স’ প্রযোজনা করেছেন তাহেরা তমা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, মাহমুদুল ইসলাম মিঠু, শেলী আহসান, নাফিস আহমেদ।
 

Leave a Reply

Your email address will not be published.