প্রথমবারের মতো নিজের প্রযোজনায় সিনেমা নির্মাণ করছেন অপু বিশ্বাস

প্রথমবারের মতো প্রযোজক হয়ে আসছেন ঢালিউডের অন্যতম আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস । ছেলের নাম জড়িয়ে ‘অপু-জয় চলচ্চিত্র’ নিজের প্রযোজনা প্রতিষ্ঠানও গড়েছেন। সে প্রতিষ্ঠান থেকে সরকারি অনুদানে তিনি নির্মাণ করবেন ‘লাল শাড়ি’ নামের সিনেমা।

তবে আসন্ন সিনেমার মহরতে ক্ষোভ প্রকাশ করেছেন অপু ।

এ নায়িকা বলেন, ‘বছর দুইয়েক আগে আমাকে নিয়ে একটা কথা উঠল, তারা বলল আমি নাকি সিনেমা বুঝি না! প্রযোজনা প্রতিষ্ঠান কিভাবে চালাতে হয় সেটা জানি না। অথচ তখন আমার সিনেমার সংখ্যা একশ ছাড়িয়েছে। যাই হোক, সেসব কথা আর মায়ের সাহসে আমি আজ এখানে।’

প্রয়াত মায়ের সাহসেই আজ সব সমালোচনা-বাধাকে অতিক্রম করে এতোদূর এসেছেন, অভিনেত্রীর পর প্রযোজক হয়েছেন – এমনটাই জানালেন অপু।

এই নায়িকা বলেন, ‘আমি মনে করি, মানুষের যে কোনো সাফল্যের পেছনে তার মায়ের অবদান থাকেই। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। মা সবসময় চাইতেন, প্রযোজক হিসেবে যেন আমার শুরুটা অনুদানের সিনেমা দিয়ে হয়। সেটাই হলো। সঙ্গে নেই। আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’ নামটিও মা দিয়েছেন। অথচ মা আর পৃথিবীতে নেই। তবে আমার বিশ্বাস, মা না থেকেও আমার সঙ্গেই আছেন।’

‘লাল শাড়ি’র মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক সাইমন সাদিক, গুণি নির্মাতা সোহানুর রহমান সোহান, সুব্রত, অভিনেত্রী নিপুণ আক্তার, দিলরুবা দোয়েল, ইমন সাহা, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, বিপ্লব সাহা, দীঘি প্রমুখ।

সিনেমাটি প্রযোজনার পাশাপাশি এর প্রধান চরিত্রেও অভিনয় করবেন অপু বিশ্বাস নিজেই। তার বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক। প্রথমবারের মতো অপুর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সাইমন।

সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সংগীত পরিচালনায় রয়েছেন ইমন সাহা। শিগগিরই এর শুটিং শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published.