প্রশ্ন শুনে থমকে গেলেন বুবলী

ঢাকাই সিনেমার ব্যস্ততম চিত্রনায়িকা শবনব বুবলী। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘দেয়ালের দেশ’। সিনেমাটিতে ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ শিরোনামে একটি গান আছে। গানের প্রথম লাইন এমন- ‘ফুরিয়ে যাওয়ার আগে আমায় কুড়িয়ে নিও, বেঁচে যাওয়া ভালোবাসাআমার জন্যে রেখে দিও।’

বেঁচে যাওয়া মানে তো উদ্বৃত্ত। ভালোবাসা কী কখনো উদ্বৃত্ত থাকে? বুবলী মনে করেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে হাজার লোকের ভিড়ে প্রিয় মানুষের জন্য ভালোবাসা উদ্বৃত্ত থাকেই।

প্রাকৃতিক পরিবেশও দারুণ পছন্দ বুবলীর। নীরব-শান্ত প্রকৃতির সান্নিধ্যে গেলে কী ভাবেন তিনি? এমন প্রশ্নে আবেগী হয়ে পড়েন অভিনেত্রী। বলেন, ‘প্রকৃতির মাঝে এলে নিজেকে খুঁজে পাওয়া যায়। নিজেকে নিয়ে একান্তে চিন্তা করা যায়, নিজেকে অনুভব করা যায়।’

আর কার কথা মনে পড়ে? এই প্রশ্নে পুরোপুরি থমকে যান বুবলী। যেন ভাষা হারিয়ে ফেলেছেন। কিছু সময় নীরব থাকার পর আলত গলায় বলেন, ‘এ প্রশ্নের উত্তর না দিলেও আপনারা অনুমান করতে পারবেন।’

এরপরও আলাপ চলতে থাকে। ঈদ উপলক্ষে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ‌‘ঈদ সম্পাদকীয়’তে নিজের সম্পর্কে, পরিবার, ক্যারিয়ার, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে অনেক না বলা কথা শোনান বুবলী। অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় ঈদের দিন রাত ১০টায়।

২০১৮ সালে শবনব বুবলীকে সবার অগোচরে বিয়ে করেন শাকিব খান। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শেহজাদ খান বীর। এরপরেও সংসার টেকেনি। দীর্ঘদিন ধরেই তারা আলাদা থাকছেন। তাদের বিচ্ছেদ হয়ে গেছে বলে বিভিন্ন সময় গুঞ্জন শোনা গেছে। তবে সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে বুবলী দাবি করেন, তাদের বিচ্ছেদ হয়নি। শাকিব এবং তিনি সময় নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published.