বিশটি প্রেক্ষাগৃহে চলছে লাভ ট্রিলজির শেষ সিনেমা “পাপ-পুণ্য”

গত ২০ মে মুক্তি পেলো তারকাবহুল সিনেমা “পাপ-পুণ্য” । একই দিনে কানাডার ও উত্তর আমেরিকাতেও মুক্তি পাচ্ছে খ্যাতিমান নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নির্মিত এই সিনেমাটি।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ভাষ্য, “‘পাপ-পুণ্য’ আমার চতুর্থ সিনেমা হলেও লাভ ট্রিলজির প্রথম পার্ট ‘মনপুরা’ ও দ্বিতীয় পার্ট ‘স্বপ্নজাল’-এর পর এটি হতে যাচ্ছে তৃতীয় ও শেষ পার্ট।”

‘পাপ-পুণ্য’ সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, ফারজানা চুমকি, শাহনাজ সুমি, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন প্রমুখ।

২০১৯ সালের ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর মোট ৩৪ দিনে শুট শেষ হয় ‘পাপ-পুণ্য’ সিনেমার। চলতি বছরের জানুয়ারিতে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর বিনা কর্তনে ছাড়পত্র পায়।

 

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, শুক্রবার থেকে একযোগে ‘পাপ পুণ্য’ মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহ গুলোতেও। শুক্রবার থেকে কানাডার ৭টি ও আমেরিকার ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।

Leave a Reply

Your email address will not be published.