মাঠে বসে রোনালদোর খেলা দেখবেন তপু

রাউন্ড অব সিক্সটিনের শেষ ম্যাচে মঙ্গলবার রাত ১টায় মুখোমুখি হবে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এবং সুইজারল্যান্ড। আর এই ম্যাচটি কাতারেরে বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে বসে সরাসরি উপভোগ করবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাশেদউদ্দিন আহমেদ তপু।

এই ম্যাচ শুরুর আগে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ‘এক পায়ে নূপুর’ খ্যাত এই তারকা। জানিয়েছেন প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখার জন্য মুখিয়ে আছেন তিনি। বিশেষ করে সি আর সেভেনকে দেখার জন্য তর সইছে না তার।

তপু বলেন, ‘বর্তমান সময়ের সবচেয়ে সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। আমি দুজনেরই ভীষণ ভক্ত। অনেক দিনের ইচ্ছা ছিল সুযোগ আসলে দুজনের বিশ্বকাপের ম্যাচ দেখার। আমার সেই স্বপ্নের একটি আজ সত্যি হচ্ছে। রোনালদোর পর্তুগাল আর সুইজারল্যান্ডের ম্যাচটি মাঠে বসে দেখব। এবারের বিশ্বকাপই হয়তো রোনালদোর শেষ বিশ্বকাপ। সে হিসেবে এই ম্যাচটিও অনেক গুরুত্ব বহন করে।’

রোনালদোকে সময়ের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার আখ্যা দিয়ে এই গায়ক বলেন, ‘রোনালদো আমাদের সময়ের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার। কঠোর পরিশ্রম ও একাগ্রতায় নিজেকে গড়ে তোলা একজন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়েল মাদ্রিদ, ইউভেন্টাস ও পর্তুগালের হয়ে অসংখ্য গোলের অধিকারী তিনি। ক্যারিয়ারের ক্রান্তি লগ্নেও তার ফিটনেস ঈর্ষণীয়। যদিও তার বর্তমান সময় ভালো যাচ্ছে না, নিজের পারফরমেন্স ও ক্লাব ট্রান্সফার জটিলতার কারণে। কিন্তু আশা করছি অতীতের মতো এই দুঃসময়ও তিনি কাটিয়ে উঠবেন।’

তপু আরও যোগ করেন, ‘দিনটি যে আমার জন্য আমার জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। রোনালদোকে দেখার জন্য অধীর আগ্রহে আছি। আজকের খেলায় সেই পুরোনো রোনালদোকে খুঁজে পেতে চাই। আশাকরি রোনালদো তার সেরাটা খেলবেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়বেন।’

Leave a Reply

Your email address will not be published.