শিল্পকলায় পালাগান উৎসব

রাজধানীর শিল্পকলায় চলছে পালাগান উৎসব। রোববার (১ অক্টোবর) একাডেমির বাউলকুঞ্জে শুরু হওয়া এ উৎসব আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) শেষ হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা ৬টার দিকে একাডেমির বাউলকুঞ্জে এ আসর বসে। এতে ব্যাপক লোকের সমাগম হচ্ছে। দেশের ৬৪ জেলায় ১৪০টি দলের পরিবেশনায় পালাগান উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ প্রতিপাদ্যে গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী শিল্পযজ্ঞ পরিচালনার উদ্যোগ নিয়েছে একাডেমি। উদ্বোধনী উৎসবে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহমেদ ও সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

শিল্পকলা একাডেমি জানায়, ঐতিহ্য, চিন্তা, মূল্যবোধকে ধারণ করেই পালাগানের বিস্তার। বাংলাদেশের সংস্কৃতিতে পালাগান সবসময়ই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পণের মতো কাজ করে পালাগান।

Leave a Reply

Your email address will not be published.