সমিতির বনভোজনে দাওয়াত না পেয়ে ক্ষোভ ঝাড়লেন জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তিন তিনবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জায়েদ খান। ক্ষমতার পালা বদলের পর এখন তিনি অনেকটাই এফডিসি বিমুখী।

সবশেষ সমিতির আয়োজনে বার্ষিক বনভোজনেও পাননি দাওয়াত। নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েও দাওয়াত না পাওয়ায় অবাক হয়েছেন বলে জানালেন এই অভিনেতা।

শনিবার (২ মার্চ) ঢাকার অদূরে আশুলিয়ার পিয়াংকা শুটিং হাউজে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। চলচ্চিত্রের শিল্পীরা দিনটিতে আনন্দে উল্লাসে মাতলেও এতে দাওয়াত পাননি জায়েদ খান। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

জায়েদ খান বলেন, ‘আমি তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো হয়নি। এমনকি কেউ ফোন দিয়েও পিকনিকের বিষয়ে আমাকে বলেনি। বিষয়টি সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয় বর্তমান কমিটির।’

এর পেছনে শিল্পী সমিতিদের নেতাদের ব্যর্থতাকে দায়ী করেছেন অভিনেতা। তিনি বলেছেন, ‘যদিও এই কমিটি গত দুই বছর ধরে কোনো কাজ করেনি। একটা পিকনিক আয়োজন করেছে, সেখানেও আমাকে কার্ড পাঠাতে পারত। সেটা করেনি তারা। এটাকে তাদের ব্যর্থতা বলব আমি।’

Leave a Reply

Your email address will not be published.