কেন ট্রাক প্রতীক বেছে নিলেন, জানালেন মাহি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি এবারের নির্বাচনে ট্রাক প্রতীকে লড়াই করবেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ আনুষ্ঠানিকভাবে তাকে এ প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পেয়ে বেশ উচ্ছ্বসিত মাহি। কেন তিনি ট্রাক প্রতীক বেছে নিলেন সে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহি বলেন, ‘প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর বিরোধীরা যারা আছেন তারা আমাকে পঁচানোর চেষ্টা করবে। অনেকেই বলবেন- ট্রাক খাদে পড়ে যাবে। চাকা পাংচার হয়ে যাবে। এরকম যখন আমাকে পচানোর চেষ্টা করা হবে, তখন উল্টো আমার প্রচারণা বাড়বে। মানুষের মাথায় ঢুকিয়ে দেবে ট্রাক আমার প্রতীক। সে কারণে ট্রাক প্রতীক বেছে নিয়েছি।’

মাহি আরও বলেন, ‘আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী আছেন, তারা অনেক সিনিয়র। অনেকে আমার বয়সের বেশি সময় ধরে রাজনীতি করছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই এলাকার মানুষ একটা শোষণের মধ্যে থাকেন। আমি তাদের মুক্ত করতে চাই। শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সে কারণেই নির্বাচনে এসেছি। আশা করছি ভোটের ফল আমার পক্ষেই যাবে।’

এই নায়িকা আরও বলেন, ‘আমি এই আসনে পিছিয়ে পড়া তরুণ ও নারী ভোটারদের আত্মসম্মান ফিরিয়ে দেব। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব।’

উল্লেখ্য, মাহিয়া মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। তার নানা বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী থাকলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published.