চরকিতে আসছে ‘রেহানা মরিয়ম নূর’

আর্ন্তজাতিকভাবে প্রশংসিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ এবার দর্শক ঘরে বসেই দেখতে পাবেন । সিনেমাপ্রেমীদের জন্য এই সুযোগ করে দিচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’। ৩০ ডিসেম্বর থেকে দর্শক সিনেমাটি দেখতে পাবেন চরকিতে ।

দেশের সব জেলায় সিনেমাটি মুক্তি না পাওয়ায় অনেকেই সিনেমাটি দেখা থেকে বঞ্চিত হয়েছেন । তাদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে । রেহানা চরিত্রের অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘রেহানা নিয়ে এখনো দারুণ সাড়া পাচ্ছি। এখন আমার আরও ভালো লাগছে আমাদের ‘রেহানা’ চরকির মতো একটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। চরকির কথা আমি একটু আলাদা করে বলব, কারণ আমাদের আর এমন কোনো প্ল্যাটফর্ম নাই, যেখানে সবকিছুই আমাদের বা আমি যে রকম স্বাদের কনটেন্ট দেখতে চাই, তেমন কিছু দেখতে পাব। সেখানে চরকিতে ‘রেহানা’র মুক্তিতে দারুণ আশাবাদী আমি। সিনেমার অনেক দর্শক আমাকে জানিয়েছেন বারবার সিনেমাটি দেখতে ইচ্ছে করে। তাঁরা এবং যাঁরা দেখতে পারেননি তাঁরা পরিবার নিয়ে ঘরে বসেই বারবার সিনেমাটি চরকিতে দেখুন।’

এরপর সংবাদ সম্মেলনে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘দর্শক পছন্দের কনটেন্ট বারবার দেখতে চান। এখন সিনেমা হলে চলছে। কিন্তু একসময় হল থেকে নেমে যাবে। তখন মানুষ কোথায় দেখবেন? যে কারণে আমরা চরকির দর্শকদের জন্য এক্সক্লুসিভভাবে সিনেমাটি অনলাইনে রিলিজ দিচ্ছি। আমাদের জন্য গর্বের দিন আজ, ঘোষণা দিতে পারছি, চরকিতে ‘রেহানা’ দেখতে পাবেন। আমরা চাই দেশের প্রতিটি অঞ্চল থেকে নিরবচ্ছিন্নভাবে দর্শক চরকিতে সাবস্ক্রাইব করে পছন্দের সিনেমাটি দেখুক।’

উল্লেখ যে বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল শাখার আঁ সার্তে রিগা বিভাগে সিনেমাটি প্রতিযোগিতা করে।

Leave a Reply

Your email address will not be published.