ঢালিউডের সিনেমায় নাসিরুদ্দিন শাহ

বলিউডের অন্যতম সেরা অভিনেতা নাসিরুদ্দিন শাহকে এবার দেখা যাবে ঢালিউডের সিনেমায় । ‘প্রজেক্ট অমি’ শিরোনামে সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে ।

সিনেমাটির নির্মাতা অমিত আশরাফ বলেন, ‘সিনেমার গল্প ও চরিত্র দেখে তার বেশ পছন্দ হয়েছে। তিনি শুটিংয়েরও শিডিউল দিয়েছেন। নতুন বছরে শুটিং শুরু করব। এরই মধ্যে বাকি শিল্পীদের চূড়ান্ত করা হবে। বর্তমানে শিল্পী নির্বাচনের জন্য অডিশন চলছে।’

২০৫০ সালকে ঘিরে। একজন হ্যাকার ও একজন ডিজিটাল আর্টিস্ট একটি ভার্চ্যুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট তৈরি করেন। যার নাম অমি। অমি ডার্ক ওয়েবের ভার্চ্যুয়াল সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেন। এভাবেই গল্পটি শুরু ‘প্রজেক্ট অমি’ সিনেমার গল্প ।

এরআগে নির্মাতা অমিত আশরাফ ‘উধাও’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ‘কালি’ নামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছিলেন

সিনেমাটির প্রযোজক হিমেল তারিক জানিয়েছেন, ‘সিনেমাটির জন্য ওপেন কাস্টিংয়ের সুযোগ রয়েছে। কেউ সিনেমাটিতে অভিনয় করতে চাইলে প্রযোজনা প্রতিষ্ঠান অথবা প্রধান সহকারী পরিচালক শেখ আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলেই হবে।’

Leave a Reply

Your email address will not be published.