চলচ্চিত্রটির গল্প ভালো লেগেছে: বাপ্পারাজ

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ এখন অভিনয়ে অনেকটা অনিয়মিত। সাধারণত গল্প ও চরিত্র মনের মতো না পেলে তিনি অভিনয় করেন না। এবার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত ‘ফ্ল্যাশব্যাক ৭১’ স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন বাহার উদ্দিন খেলন।

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, এই চলচ্চিত্রটির গল্প ভালো লেগেছে। মনের মতো একটি চরিত্র পেয়েছি তাই কাজটি করেছি৷ আশা করি, দর্শকদেরও ভালো লাগবে। ভালো গল্প ও চরিত্র পেলে আমার কাজ করতে আপত্তি নেই।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন প্রয়াত আব্দুল আজিজ, রেহানা জলি, নাসরিন হেলালী, এবং প্রার্থনা ফারদিন দীঘি।

এদিকে, বাপ্পারাজ অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘সিক্রেট এজেন্ট’ নামের একটি সিনেমা। সাফি উদ্দিন সাফি পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিনের বেরিয়ে পেরিয়ে ২০২০ সালের জানুয়ারিতে নতুন করে কাজে ফিরেন এই অভিনেতা। সিনেমাটির কাজ অনেক আগেই শেষ হলেও তিন বছরেও আলোর মুখ দেখেনি।

Leave a Reply

Your email address will not be published.