ঢাকায় আসছেন বলিউড র‍্যাপার বাদশা

একটি সংগীতানুষ্ঠানে পারফর্মের জন্য ঢাকায় আসছেন ভারতীয় র‍্যাপার বাদশা। মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো তাদের নিজেদের ফেসবুক পেজে ১৪ ফেব্রুয়ারি বিকেলে এ কথা জানান।

জানা গেছে, আগামী ১ মার্চ ‘টেকনো স্পার্ক-২০ সিরিজ মিউজিক ফেস্ট’ শিরোনামের কনসার্টে ঢাকায় গাইতে আসছেন বাদশা।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), এক্সপো জোনে বাদশাহর সঙ্গে আরও পারফর্ম করবে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং ও সঞ্জয়।

প্রসঙ্গত, বাদশার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোডিয়া। এ শিল্পী তার হিন্দি, হরিয়ানি ও পাঞ্জাবী গানের জন্য পরিচিত।

বাদশা ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সাথে তার ব্যান্ড মাফিয়া মান্দীর-এ তার সংগীত জীবন শুরু করেন। পরে ২০১২ সালে হানি সিং থেকে আলাদা হয়ে তার স্বতন্ত্র হরিয়ানি গান কার গায়ি চুল মুক্তি দেন, যা পরে ২০১৬ সালের বলিউডের কাপুর অ্যান্ড সন্স চলচ্চিত্রে ব্যবহার করা হয়। এ ছাড়া, ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘খুবসুরত’ সিনেমায় গান করে বেশ আলোচনায় আসেন বাদশা। এ শিল্পী কালা চশমা, গারমি, পানি পানি, গেন্দা ফুলের মতো অনেক হিট গান উপহার দিয়েছেন বলিউডকে।

Leave a Reply

Your email address will not be published.