তামিম ইস্যুতে যা বললেন ওমর সানী

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড থেকে বাদ পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার পিঠের ইনজুরির কারণে তাকে বাদ দেওয়া হয়েছে।

তবে তামিম ইকবালের দল থেকে বাদ পড়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে— ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি।

এদিকে সাবেক এই অধিনায়কের বাদ পড়া নিয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী। বুধবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে তামিমের প্রতি দুঃখ প্রকাশ করে একটি পোস্ট করেছেন তিনি। সেই সঙ্গে বিসিবির নির্বাচকের নিয়েও মন্তব্য করেছেন এই নায়ক।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন— আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন— ভীষণ পুরুষত্ব ফুটে উঠত। আজকে এমনকি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই!

এ অভিনেতা আরও লেখেন— মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকত তা হলে বলতাম— ‘আমি পদত্যাগ করলাম।’ সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।

কয়েকদিন আগেই দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কথা বলে আলোচনায় এসেছিলেন। এরপর গত সপ্তাহেই প্রবল বৃষ্টিতে রাজধানীর কয়েকটি এলাকার রাস্তাঘাট ডুবে যায়। এতে প্রায় সব নগরবাসী ভুগান্তিতে পড়েন। তা নিয়েও ওমর সানীর পোস্ট ভাইরাল হয়।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ মাঠে গড়াবে। উদ্বোধনী দিনে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দল দুটি ২০১৯ বিশ্বকাপের ফাইনালিস্ট। আগামী ১৯ নভেম্বর একটি দলের হাতে শিরোপা ওঠার মধ্য দিয়ে পর্দা নামবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের।

Leave a Reply

Your email address will not be published.