তামিম ইস্যুতে যা বললেন মিশা সওদাগর

বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে দল ঘোষণা করেছে সেই তালিকা থেকে বাদ পড়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আর এই বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেটপ্রেমীরা।

সামাজিকমাধ্যমে নিজেদের মত প্রকাশ করছেন তারা। এই দলে আছেন ঢালিউড খলনায়ক মিশা সওদাগর। তবে তিনি কারও পক্ষ নেননি।

তামিম ও সাকিব ইস্যু নিয়ে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমাদের এমন কেউ কি নেই যে এই দুইজনকে একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেবে? কারণ একটা কথা তো আমরা সবাই জানি যত বাড়বে বিভক্তি ততই কমবে শক্তি।

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, আমাদের সবচেয়ে সম্মান করার বিষয়টা হচ্ছে আমাদের দেশ, আমাদের পতাকা। এখানে তামিম-সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না। সবার ওপরে দেশ জন্মভুমি, নেতৃত্ব আর ভালবাসা। স্যাক্রিফাইস থাকলে সব-ই সম্ভব। উদাহারণ আমাদের বিজয় ১৯৭১।

Leave a Reply

Your email address will not be published.