না ফেরার দেশে চলে গেলেন ‘আদম’ সিনেমার পরিচালক হিরণ

‘আদম’ সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (১৫ এপ্রিল) ভোর ৬টায় রাজধানীর নিউ ইস্কাটনের নিজ বাসায় মারা যান তিনি।

বাসার কেয়ারটেকার গাজী নজরুল ও হিরণের প্রতিবেশী ইকরাম তারকা সংবাদকে এ খবর নিশ্চিত করেছেন। বাসাটির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন তাওহীদ হিরণ।

কেয়ারটেকার গাজী নজরুল জানান, সকাল ৬টার দিকে হিরণ তাকে কল দিয়ে জানান তিনি স্ট্রোক করেছেন। দ্রুত নজরুল উপরে ছুটে যান। তবে রুম ভেতর থেকে বন্ধ থাকার কারণে তিনি রুমে ঢুকতে পারেননি৷ পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে তাকে মৃত অবস্থায় পান।

খুলনা খালিশপুরের ছেলে আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ ছবিতে অভিনয় করেছিলেন ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম।

‘আদম’ সিনেমার পর ‘রং রোড’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছেন হিরণ। এর বাইরে ‘দ্য পাপ্পি’ নামে আরও একটি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন এই পরিচালক।

Leave a Reply

Your email address will not be published.