নির্মলেন্দু গুণের “দেশান্তর” আসছে ১১ নভেম্বর

কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেশান্তর’ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ১১ নভেম্বর।

সরকারি অনুদানের এই সিনেমায় প্রধান নারী চরিত্র অন্নপূর্ণা হিসেবে নায়িকা আরিফা পারভীন জামান মৌসুমীর বিপরীতে দেখা যাবে অভিনেতা আহমেদ রুবেলকে  ।এ ছাড়া ইয়াশ রোহান, রোদেলা, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিকসহ অনেকে এ সিনেমায় অভিনয় করেছেন।

সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার পরিচালক আশুতোষ সুজন জানিয়েছেন, আমরা এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছি। গত সেপ্টেম্বরে ‘দেশান্তর’ মুক্তি দিতে চেয়েছিলাম। বিভিন্ন কারণে সিনেমার কাজ শেষ করতে পারিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি দেব।

আশুতোষ সুজন আরও বলেন, “এটি আসলে দেশভাগের গল্প, দেশপ্রেমের গল্প, প্রেমের গল্প। তবে প্রচলিতভাবে আমরা যেটা দেখি, দেশে কোনও একটা বড় ধরনের সহিংসতার পর একটি সম্প্রদায়ের চলে যাওয়ার গল্প। কিন্তু দেশান্তরে বলা হয়েছে দেশকে ভালোবেসে ওই সম্প্রদায়ের থেকে যাওয়ার গল্প। ইয়াশের অভিনয়ে দর্শক আগেও মুগ্ধ হয়েছেন। এবারও মুগ্ধ হবেন। মুগ্ধ হবেন মিষ্টি মেয়ে টাপুরের অভিনয়েও।”

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।

Leave a Reply

Your email address will not be published.