শুরু হয়েছে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার প্রচারণা

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বীরকন্যা প্রীতিলতা

আসছে নভেম্বরে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজরিত স্কুল ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হবে এর প্রচার কার্যক্রম। সিনেমার পরিচালক প্রদীপ ঘোষ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

২ নভেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

সিনেমায় প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আরও আছেন মনোজ প্রামানিক, কামরুজ্জামান তাপুসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

Leave a Reply

Your email address will not be published.